তৃতীয় দফায় ভোটগ্রহণ মুর্শিদাবাদে, হাতে বেশ কিছুটা সময় আছে প্রার্থীদের। তপ্ত দুপুরে রোদ মাথায় নিয়েই মুর্শিদাবাদে প্রচারে নামলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা বাম প্রার্থী মহম্মদ সেলিম। শুক্রবার সকালে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে, জনসংযোগ করে ভোট প্রচার করেন সেলিম।
Cooch Beher Murder: কোচবিহারের বাজারে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ, কী কারণে হামলা?
শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে বেরিয়ে রাজ্য ও কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ‘মোদির লুট, দিদির লুট’ বলে তীব্র ভাষায় কটাক্ষ করেন সেলিম। এই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে লড়বেন তৃণমূলের আবু তাহের খান।
এদিকে প্রার্থী হয়েই অধীর রঞ্জন চৌধুরীর সমর্থন পেয়েছেন মহম্মদ সেলিম। তাঁর বক্তব্য, মহম্মদ সেলিম জিতবেন। এবং সেবিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। সরাসরি কিছু না বললেও অধীর চৌধুরী একপ্রকার নিশ্চিত, এবারও কংগ্রেসের ভোট CPIM-এর ঝুলিতেই যাবে।