কংগ্রেস এজেন্টকে বুথে ঢুকতে বাধা। অভিযোগ উঠল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের রতুয়ায়। ১ নম্বর ব্লকের চাঁদমণি হাই মাদ্রাসার ২০১ নম্বর বুথে কংগ্রেসের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করে মালদা উত্তর কেন্দ্রের এই বুথে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এদিকে মালদা দক্ষিণের মোথাবাড়িতেও উত্তেজনা। ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দেওয়ানোর অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।