লোকসভা ভোট ২০২৪ শুরু হতে আর হাতে গোনা কয়েক দিন বাকি। এই ভোট আবহে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র। তাঁর জীবনের ঝুঁকি রয়েছে বলেই এই সিদ্ধান্ত কেন্দ্রের।
এই সিদ্ধান্তের ফলে মঙ্গলবার থেকেই সশস্ত্র কমান্ডোদের ঘেরাটোপে থাকবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। জানা গিয়েছে, সিআরপিএফ-এর প্রায় ৪০ থেকে ৪৫ জনের একটি টিম তৈরি করা হয়েছে। যারা এবার থেকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে নিরাপত্তা দেবেন।
আরও পড়ুন - ভূপতিনগর নিয়ে অবস্থানে অনড় তৃণমূল, দিল্লিতে দোলা, সাগরিকদের পাশে এবার আপ
ভূপতি নগরের ঘটনা নিয়ে সোমবার নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসেছিল তৃণমূল। তৃণমূল প্রতিনিধিদের সরাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল। এই ঘটনার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনের রাজীব কুমারের নিরাপত্তা নিশ্চিত করা হল।