লাল মাটিতে, লাল নিশান। দীর্ঘ সময় ধরে এটাই ছিল বঙ্গ রাজনীতিতে বোলপুরকে নিয়ে বামেদের গর্ব। কারণ, সাতের দশকে ভরা কংগ্রেস সময়তেও বীরভূম জেলার এই অংশে প্রথম পালাবদল ঘটিয়েছিলেন শরদিশ রায়। ১৯৮৫ থেকে ২০০৪, এই নয় বছরে যিনি লাল দূর্গকে আরও মজবুত করেছিলেন, তিনি ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়।
বোলপুরে হারতে পারে সিপিএম। ২০১৪ সালের আগে পর্যন্ত রাজ্য-রাজনীতিতে এটা ছিল এক অলীক স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তব করেছিলেন তৃণমূলের এক অধ্যাপক। রামচন্দ্র ডোমকে হারিয়ে ওই নির্বাচনে জায়েন্ট কিলার হয়েছিলেন অনুপম হাজরা।
কিন্তু এই সুখস্মৃতি বড়ই ক্ষণস্থায়ী। ২০১৯ সালে তৃণমূল ছাড়েন অনুপম। তাঁর বদলে প্রার্থী হন অসিত মাল। প্রার্থী বদল করলেও ফলে কোনও হেরফের হয়নি। লক্ষাধিক ভোটে জিতে এই কেন্দ্র এখনও বোলপুর তৃণমূলের।
এবারও তৃণমূলের মুখ অসিত। তাঁর প্রতিপক্ষ দুই মহিলা প্রার্থী। বামেদের মুখ শ্যামলী প্রধান। আর বিজেপির বাজি প্রিয়া সাহা। পাঁচ বছর আগে এই জেলায় বয়েছিল বিজেপি হাওয়া। রাজনৈতিক মহলের দাবি, সেই হাওয়া এবার অতটা নেই।
কারণ, ২০২১ সালের বিধানসভা ভোটের ফলে এই কেন্দ্রের সাত বিধানসভাই এখন তৃণমূলের দখলে। কিন্তু তখন অনুব্রত ছিলেন। এবার তিনি অবশ্য নেই।