যে জিতবে সেই সিকান্দার। হ্যাঁ ঠিকই। এই আবহেই এবার বর্ধমান-পূর্ব কেন্দ্রে লোকসভার ভোট। প্রার্থী তালিকা দেখলেই স্পষ্ট হয়ে যাবে এই ধারণা। কারণ, সুনীল মণ্ডলকে সরিয়ে তৃণমূল প্রার্থী করেছে চিকিৎসক শর্মিলা সরকারকে। বামেদের মুখ নীবর খাঁ। আর বিজেপির প্রার্থী গায়ক-বিধায়ক অসীম সরকার। সংসদীয় রাজনীতিতে বাকি দু জন একেবারেই নবাগত। একমাত্র বিধানসভার অভিজ্ঞতা রয়েছে অসীম সরকারের ঝুলিতে।
২০০৯ সাল থেকে নতুন নামে ভোট হচ্ছে এই লোকসভা কেন্দ্রে। বামেরাই খুলেছিল এই কেন্দ্রের খাতা। তারপর ২০১৪ থেকে টানা দু বারের সাংসদ তৃণমূলের সুনীল মণ্ডল। কিন্তু সেই সুনীলের বদলেই এবার তৃণমূলের মুখ শর্মিলা।
পাশের কেন্দ্রে পদ্ম ফুটলেও, আদি বর্ধমানের অন্তর্গত এই কেন্দ্রে এখনও অটুট ঘাসফুল। সেই ছবি পরিস্কার ২০২১ সালে বিধানসভার ভোটে। সাত বিধানসভা সাতটাই তৃণমূলের দখলে। কী হবে এবার, যেই জিতুক, নতুন সাংসদ পাবে বর্ধমান-পূর্ব কেন্দ্র। যা হবে নজির।