আরামবাগ। হুগলির এই গ্রামীণ জনপদ বরাবর মেতে থাকে রাজনীতি নিয়ে। পঞ্চায়েত হোক বা বিধানসভা, ভোট এলে সবসময় আলোচনার কেন্দ্র এই আরামবাগ। পালা বদলের পর থেকে হুগলির এই কেন্দ্র তৃণমূলের গড়। আর সেই গড়েই এবার পরিবর্তন করেছে তৃণমূল। দু বারের সাংসদ অপরূপা পোদ্দারকে সরিয়ে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
একটা সময় আরামবাগ মানে অনিল বসু। রেকর্ড বার এই কেন্দ্র থেকে সংসদে গিয়েছেন বাম নেতা। তাঁর ব্যাটন হাতে নিয়ে ২০০৯ সালে আরামবাগ থেকে শক্তি হয়েছিলেন সিপিএমের শক্তিমোহন মল্লিক। আরামবাগে পরিবর্তন হাওয়া বয় ২০১৪ সালে। প্রথমবার তিন লাখের বেশি ভোটে জিতে সাংসদ হন অপরূপা পোদ্দার। পাঁচ বছর আগে তিনি কোনও ক্রমে হার বাঁচিয়ে ছিলেন।
যার প্রভাব পড়েছিল ২০২১ বিধানসভা ভোটে। নিজেদের গড়েই মুখ থুবড়ে পড়তে হয়েছিল তৃণমূলকে। আরামবাগ লোকসভার একটি আসন পশ্চিম মেদিনীপুর জেলায়। চন্দ্রকোণাতেও শেষবার ফুটেছিল পদ্মফুল। মোট চারটি বিধানসভা কেন্দ্রে বিধানসভার ফলে এগিয়ে বিজেপি।
এই কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী অরূপকান্তি দিগর। অপরূপার বদলে মমতা-অভিষেকদের বাজি মিতালী বাগ। যিনি তৃণমূল স্তর থেকেই উঠে এসেছেন। সিপিএম প্রার্থী করেছে বিপ্লবকুমার মৈত্রকে। কী হবে আরামবাগে ? রাজ্যের পঞ্চম দফায় ভোট হবে এই কেন্দ্রে। ২০ মে নজর থাকবে এই কেন্দ্রের উপরে।