বিজেপিতে যোগ না দিলেই গ্রেফতার হতে হবে । বিস্ফোরক দাবি করলেন আপ মন্ত্রী অতীশি মারলেনা । তাঁর দাবি, আগামী এক মাসের মধ্যে চার আপ নেতার বাড়িতে তল্লাশি চালাবে ইডি । এমনকী গ্রেফতারও করা হতে পারে । উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল । তারপরেই টুইট করে আপ নেত্রী অতীশি জানিয়েছিলেন, বিস্ফোরক তথ্য পেশ করবেন তিনি । মঙ্গলবারই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছেন ।
অতীশি বলেন, 'ব্যক্তিগত পরিসর থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। আমাকে বলা হয়েছে, আমি যদি আমার রাজনৈতিক জীবন বাঁচাতে চাই তবে আমি বিজেপিতে যোগ দিতে পারি। আর যদি বিজেপিতে না যাই তবে আগামী এক মাসের মধ্যে গ্রেফতার হতে পারি। আমাকে এক জন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক আপ নেতাকে জেলে পাঠানোর জন্য মনস্থির করেছেন।'
অতীশির কথায়, এখনও পর্যন্ত সত্যেন্দ্র জৈন, মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং থেকে শুরু করে এখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। এবার তাঁরা আমাকে এবং দলের আরও তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করতে চায় । সেই তালিকায় রয়েছেন রাঘব চড্ডা, দুর্গেশ পাঠক এবং সৌরভ ভরদ্বাজ ।