বিজেপির টিকিটে হিমাচলের মান্ডি থেকে লড়ছেন বলি কুইন কঙ্গনা রানাউত। প্রার্থী হওয়ার আগে থেকেই বিতর্ক আর কঙ্গনা যেন কার্যত হাত ধরাধরি করে চলেন। সম্প্রতি, তাঁকে নিয়ে মন্তব্য করেন কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং ও বিজয় ওয়াড়েত্তিয়ার। বিরোধীদের দাবি, “দেবভূমিতে গোমাংস ভক্ষণকারীকে টিকিট দিয়েছে বিজেপি।” এরপরেই পাল্টা দেন কঙ্গনা। বিজেপি প্রার্থীর দাবি, তিনি গর্বিত হিন্দু, গোমাংস কেন? তিনি রেড মিট পর্যন্ত খান না। তিনি বহু বছর ধরে যোগ এবং আয়ুর্বেদিক জীবনযাপন করেন বলেও দাবি করেন।
Pushpa 2: গায়ে নীল ভস্ম,পরনে শাড়ি! ধুতির কোচা ধরে এন্ট্রি নিলেন আল্লু, প্রকাশ্যে ‘পুষ্পা ২'-এর টিজার
এদিকে, আরও এক কারণে নেত্রীকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। প্রার্থী হওয়ার পরেই নিজের জন্য একটি ৩ কোটির গাড়ি কিনেছেন ক্যুইন। রবিবার রাতে মুম্বইয়ের রাস্তায় নতুন গাড়ি নিয়ে বেরোতেই পাপারাজিদের ক্যামেরা তাঁকে ঘিরে ধরে। মার্সিডিজ-মেব্যাচ জিএলএস কিনেছেন তিনি। এটিই নাকি কঙ্গনার গ্যারাজের দ্বিতীয় মার্সিডিজ।