লোকসভা নির্বাচনের প্রচারের সময় উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপরেই প্রচার কর্মসূচি থেকে বেরিয়ে যান কাঞ্চন। কল্যাণের দাবি, অভিনেতাকে দেখলেই গ্রামের মহিলারা ভীষণ রিয়্যাক্ট করছেন। সেকারণে প্রচারে যেতে মানা করা হয়েছে। যদিও এবিষয়ে কাঞ্চন মল্লিক কোনও মন্তব্য করেননি।
কী ঘটেছে?
বৃহস্পতিবার প্রচার শুরুর সময়ই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই হুডখোলা গাড়িতে ওঠেন কাঞ্চন মল্লিক। গাড়ি থেকে নেমে যাওয়া প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগেও ওনাকে নিয়ে আমি প্রচারে বেরিয়েছিলাম। ওনাকে প্রচারে নিয়ে গেলে গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছেন। আমি আগেও বলেছিলাম গ্রামে এসো না। একজন MLA -তো অন্য সময়ও প্রচার করবে। সেটা তো করছে না।"
Read More- ২৯৮ বুথে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তীব্র গরমে শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফা
কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে বেরহন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।কোন্নগর স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার।