ভোট চলাকালীন বিপুল অঙ্কের টাকা এবং সোনা বাজেয়াপ্ত করেছে চয়কর দফতর৷ ৫ বছর আগে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় যে পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার করা হয়েছিল, এবার তার ৩ গুণ সোনা ও অর্থ বাজেয়াপ্ত হয়েছে। সবচেয়ে বেশি বেআইনি নগদ টাকা এবং সোনা বাজেয়াপ্ত হয়েছে দিল্লি এবং কর্ণাটকে।
আয়কর দফতর জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া বেআইনি নগদ টাকা এবং সোনার পরিমাণ ১১৫০ কোটি! দিল্লি এবং কর্ণাটক থেকে ২০০ কোটির বেআইনি সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। তামিলনাড়ুতে বাজেয়াপ্ত করা সম্পদের পরিমাণ ১৫০ কোটি।
অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা থেকেও রাজ্যপ্রতি ১০০ কোটি টাকার বেশি বেআইনি নগদ টাকা ও গয়না উদ্ধার হয়েছে। আয়কর বিভাগ জানিয়েছে, ২০১৯-এর লোকসভা ভোটের সময় গোটা দেশ থেকে নগদ ও গয়না মিলিয়ে ৩৯০ কোটির বেআইনি অর্থ উদ্ধার হয়েছিল। এবার উদ্ধার হল তার প্রায় তিন গুণ সম্পদ।