ষষ্ঠ দফায় ভোট মেদিনীপুরে। সোমবার মনোনয়ন জমা দিয়েছেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। এই প্রথমবার তিনি ভোটের ময়দানে। দেব, ইউসুফ, সায়নী, রচনাদের মতো তিনিও একজন হেভিওয়েট তারকা প্রার্থী। তাঁর কঠিন প্রতিপক্ষ অগ্নিমিত্রা পল। কমিশনের কাছে মনোনয়ন পেশ করার সময় নিজের সম্পত্তির হলফনামাও জমা দিয়েছেন জুন।
নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া জুনের তথ্য অনুযায়ী, গড়িয়াহাট HSBC ব্যাঙ্কে জুনের ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জমা রয়েছে। SBI-অ্যাকাউন্টে রয়েছে ৬ লক্ষ ২২ হাজার টাকা। জুনের স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৩ লক্ষ ২০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪২ লক্ষ ৪২ হাজার ৬৭৫ টাকা। তাঁর ঋণ রয়েছে, ৭২ লক্ষ ১৩ হাজার ৮৯১ টাকার। অন্যদিকে, জুনের স্বামী সৌরভের স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৫০ হাজার টাকার এবং অস্থাবর সম্পত্তি ২ কোটি ১৯ লক্ষ ১০ হাজার ৯৯৯ টাকার।
Rabindra Sangeet in Bengali cinema: বাংলা ছবিতে 'ক্লাসিক গান' মানে আজও রবীন্দ্র সঙ্গীত
মেদিনীপুরের তারকা প্রার্থী জুনের নিজস্ব কোনও গাড়ি নেই, তাঁর স্বামীর একটি ৩৮ লক্ষ ৫৬ হাজার টাকার গাড়ি রয়েছে। এছাড়া জুনের কাছে সোনা রয়েছে ৩ লক্ষ ৬০ হাজার ৬৮৫ টাকার। বালিগঞ্জ সার্কাস অ্যাভেনিউতে জুনদের একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া বেশ কয়েক লক্ষ টাকার মিউচ্যুয়াল ফান্ড, জীবন বিমা রয়েছে তাঁদের।