১ জুন সপ্তম ও শেষ দফার নির্বাচন। এই রাজ্য-সহ মোট ৫৭টি আসনে ভোট গ্রহণ হবে। রাজ্যের ৯টি কেন্দ্রে ভোট। সেই ৯ আসনে ভোটকর্মীদের বুথে পৌঁছে দিতে ও বাড়ি ফিরতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল।
মঙ্গলবার পূর্ব রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ও ২ তারিখ, শনি ও রবিবার ডায়মন্ডহারবার, ক্যানিং, নামখানা থেকে শিয়ালদহ পর্যন্ত বিশেষ EMU ট্রেন চালানো হবে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের বিশেষ অনুরোধে এই ব্যবস্থা বলে জানিয়েছে পূর্ব রেল। রেল সূত্রে জানা গিয়েছে, সব ট্রেনই মাঝরাতে শিয়ালদহে এসে পৌঁছবে। ভোটকর্মীদের নিশ্চিন্তে বাড়ি ফেরার জন্যই এই বিশেষ ট্রেন চালাচ্ছে রেল। সব স্টেশনেই এই ট্রেনগুলি থামবে।