শুক্রবার, ১৯ এপ্রিল, দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। মোট সাত দফার মধ্যে প্রথম দফার ভোটগ্রহণ শুক্রবার। মোট ১০২'টি কেন্দ্রে ভোট হবে প্রথম দফায়। ২১'টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে এই কেন্দ্রগুলি। গণনা হবে আগামী ৪ জুন। প্রথমবার ভোট দিতে যাবেন, এমন ভোটারের সংখ্যা দেশজুড়ে কয়েক কোটি। তাঁদের জন্য রইল একটি গাইডলাইন। যা অনুসরণ করলে ভোটদানের কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অসুবিধা হবে না।
ভোটের জন্য সবথেকে আগে যে জরুরি জিনিসটি প্রয়োজন, তা হল EPIC নাম্বার। যা ভোটদাতাদের ভোটার আইডি কার্ডে থাকে। নির্বাচন কমিশনের দ্বারা স্বীকৃত এই EPIC নাম্বারই দেশের ভোটদাতা হিসেবে স্বীকৃতি পাওয়া প্রাথমিক ধাপ।
এবার জানুন নিজের ভোটগ্রহণ কেন্দ্র কীভাবে খুঁজে বের করবেন?
১) electoralsearch.eci.gov.in.-এ লগ ইন করুন।
২) 'আপনার ভোটগ্রহণ কেন্দ্রকে জানুন' অপশনে যান।
৩) এবার একটি বক্সে নিজের EPIC নাম্বার লিখুন।
৪) ক্যাপচা-র শূন্যস্থান পূরণ করে এন্টার মারতে হবে।
৫) এরপরই আপনি আপনার ভোটগ্রহণ কেন্দ্র এবং পোলিং অফিসারের নাম, ফোন নাম্বার পেয়ে যাবেন।