"বেশি প্রভুভক্তি দেখালে..."। ফের বিতর্কিত মন্তব্য বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় হাই ভোল্টেজ লড়াই। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। চলতি নির্বাচনে একাধিক বার বেফাঁস কথা বলেছেন। উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। নির্বাচন কমিশন, শীর্ষনেতারা, সতর্ক করেছেন। তবুও চেনা মেজাজে দিলীপ ঘোষ। চতুর্থ দফার আগে সরাসরি পুলিশ প্রশাসনকে হুমকি বিজেপি প্রার্থীর।
কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা বলেছিলেন দিলীপ ঘোষ। বিজেপি তাঁকে সেন্সর করে। নির্বাচন কমিশনও তাঁর ওই বক্তব্য নিয়ে নোটিস পাঠায় বিজেপিকে। নির্বাচনের তিন দিন আগে শুক্রবার সকালে দিলীপ বলেন, "বেশি প্রভুভক্তি দেখালে থানা জ্যাম করে দেব।" বিজেপি প্রার্থীর এই মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল।
এর আগে বর্ধমানের আইসি-কে দিলীপ ঘোষ হুমকি দেন। তিনি বলেন, "আইসি কত বড় চামচা হয়েছে, আমি দেখছি। দেখে নেব, কী করে সারাজীবন চাকরি করে। আইসি-কে রাস্তায় আটকাব। জুতোপেটা করব। দিলীপ ঘোষকে চেনে না এখনও।"