দিন দশেকের মধ্যে খুন হতে পারেন কোনও বিজেপি কর্মী, এবং সেই খুনের দায় চাপানো হয়তে পারে তৃণমূল কংগ্রেসের ওপর, আশঙ্কা প্রকাশ করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব।
দেবের আশঙ্কা ১০ থেকে ২০ মে-র মধ্যে কেশপুরে খুন হতে পারেন এক বিজেপি কর্মী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরণ এবং তাঁর দল বিজেপির ষড়যন্ত্রে খুন হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন দেব।
কেশপুরের মাটিতে দাঁড়িয়ে দেব বলেন, ‘‘আমি কেশপুরে ১০ বছর ধরে শান্তি রেখেছি। শান্তি রাখার চেষ্টা করেছি। জেতার জন্য বিজেপি প্রার্থী এবং তার দল যে ভাবে উঠেপড়ে লেগেছে, যে ভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, সে কথা আমি আগাম জানিয়ে রাখলাম সংবাদমাধ্যমে, প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে।’’
গরু পাচার দুর্নীতি নিয়ে দেবকে একাধিকবার আক্রমণ করেছেন দেব। সেই প্রসঙ্গে দেবের মত,‘‘হিরণ পাগল হয়ে গিয়েছে। যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এই সব না বললে তো হেডলাইনে (খবরে) আসবে না। হিরণ তো নিজের একটা কাজের কথাও তো বলছে না! ওর দল ১০ বছরে কী করেছে, ও নিজে কী করেছে....?’’