এক CPIM সমর্থককে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নাহান্না স্কুলের ৯২ নম্বর বুথে।
CPIM এর অভিযোগ, ৯২ নম্বর বুথের EVM-এ CPIM এবং BJP-র প্রতীকের উপর ব্ল্যাকটেপ আটকে দেওয়া হয়েছিল। এবং সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন CPIM সমর্থক আনসার শেখ। তাঁকে মারধর করা হয় বলেই অভিযোগ।
Read More- EVM-এ প্রার্থীর নামের উপর ব্ল্যাকটেপ! প্রতিবাদ করায় CPIM সমর্থকে মারধরের অভিযোগ
অন্যদিকে জয়নগর লোকসভা কেন্দ্রের মৈপিঠ বৈকুণ্ঠপুর গ্রামের ২৭০ নম্বর বুথে তৃণমূল এবং BJP-র মধ্যে সংঘর্ষের অভিযোগ। BJP-র অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে তাঁদের এক সমর্থকের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। যদিও শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
অন্যদিকে যাদবপুরের CPIM ক্যাম্প অফিসে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শাসক দলের তরফেও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।