সপ্তম তথা শেষ দফায় ভোট দিলেন দক্ষিণ কলকাতার CPIM প্রার্থী সায়েরা শাহ হালিম। একই সঙ্গে তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় অশান্তি পাকাতে পারেন।
কী বললেন সায়েরা শাহ হালিম?
তিনি বলেন, "আমাদের সব জায়গায় এজেন্ট আছে। আমাদের কমরেডরা লড়াই করছে। আমরা লড়াই করছি। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে হিংসায় মদত দিচ্ছে সবকিছু আমরা দেখবো। এবং জনতা এর জবাব দেবে।"
Read More- চলছে ৭ম দফার ভোটগ্রহণ! ভোট দিলেন মিঠুন চক্রবর্তী, হরভজন সিং
অন্যদিকে একটি বুথে CCTV ক্যামেরা নিয়ে অভিযোগ ওঠে। এবিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন সায়েরা শাহ হালিম।