লোকসভা নির্বাচনী প্রচারে জেলায় জেলায় সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সভা ছিল ফরাক্কায়। তারই মাঝে উত্তপ্ত খড়গ্রাম। বুধবার দুপুরে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। অভিযোগ সেসময় দু-রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনায় আহত হয়েছেন এক কংগ্রেস কর্মী।
কী ঘটেছে?
এদিকে খড়গ্রামের তৃণমূল কংগ্রেসের দায়িত্বে রয়েছেন আলতামাস কবীর। তিনি তৃণমূল অঞ্চল সভাপতিও। তাঁর হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় একটি ইস্যুকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে বচসা শুরু হয়েছিল আগেই। বুধবার সকাল থেকে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ওই সংঘর্ষের একটি ভিডিও শেয়ার হয়েছে সোশাল মিডিয়ায়।
ওই ভিডিওতে দেখা গিয়েছে বাড়ির ভিতর থেকে এক ব্যক্তিকে বের করে নিয়ে এসে মারধর করা হচ্ছে। এবং তাঁকে ২০-২৫ জন ব্যক্তি মারধর করছেন। (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা)।