প্রখর গ্রীষ্মে তপ্ত বাংলা। তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪৫ ডিগ্রি , সঙ্গে রোদের তেজ অব্যাহত। হাওয়া অফিস তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। কিন্তু ভোট আবহে ঘরে বসে থাকার জো নেই প্রার্থীদের। এই ঠাঁঠাঁ রোদ মাথায় নিয়েই প্রচার সারছেন প্রার্থীরা। একেকজনের প্রচারে একেক রকম চমক।
যাদবপুর কেন্দ্রের বাম সমর্থিত সিপিএম প্রার্থ সৃজন ঘোষ, রোজই চষে বেড়াচ্ছেন এধার থেকে ওধার। হালকা সুতির পাঞ্জাবি পরছেন, মাথায় থাকছে টুপি। জনসংযোগ সারছেন প্রার্থী, কেউ তাঁর হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা জলের বোতল তো কেউ বা দিচ্ছেন ম্যাংগো জ্যুস।
পদ্মফুল চিহ্ন হাতপাখা বিলি করে রবিবার প্রচারে চমক দিলেন বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলিপ ঘোষ। বর্ধমান শহরের টাউনহল এলাকায় চা চক্রে যোগ দিয়ে সাধারন মানুষ সহ দলীয় কর্মীদের সঙ্গে অভিনব জনসংযোগ সারেন দিলীপও।
অন্যদিকে প্রচারে চমক রইল, বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের ও। গরমে ভেজানো ছোলা ও ঠান্ডা জল খাইয়ে জনসংযোগ সারেন তিনি।
রবিবার হালকা সাদা খাদির সুতির শাড়িতে প্রচারে বেড়িয়েছেন জুন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুর লোকসভার অন্তর্গত মেদিনীপুর বিধানসভার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া অঞ্চলে এদিন জনসংযোগ করেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া।