পঞ্চম দফা ভোটগ্রহণের আগের দিন উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙা। অভিযোগ,সেখানকার বিজেপি নেতা আবু হেনার বাড়ি লক্ষ্য করে বোমা মারে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।
Read More- সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফা, এই সপ্তাহে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!
আবু হেনা জানিয়েছেন, শনিবার মাঝরাতে তাঁর বাড়ি লক্ষ্য করে প্রায় ৪,৫টি বোমা ছোড়া হয়। ঘটনার জেরে তাঁর বাড়ির জানলার কাচ ভেঙে যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পুরো অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের তরফে জানানো হয়েছে, নির্বাচনে ভোটগ্রহণের আগে শাসক দলকে কলঙ্কিত করতে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। ঘটনার সঙ্গে তারা জড়িত নয় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। হেরে যাওয়ার ভয়ে মিথ্যা অভিযোগ করছে BJP।