ভোটগ্রহণ পর্ব পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগ। অভিযোগ, BJP কর্মীরা হঠাৎ তাঁকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। পালটা জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। আর তার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
সোমবার দুপুরে গোঘাটের সাতবেরিয়া এলাকার গিয়েছিলেন মিতালী বাগ। তিনি সাতবেরিয়া স্কুলের বুথগুলি ঘুরে দেখছিলেন। অভিযোগ সেসময়ই, দুপক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ওই পরিস্থিতি।
Read More- তিনি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নন, ফের কার্তিক মহারাজকে নিশানা মমতার
ওই স্কুলের বুথগুলিতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথমে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাতে কাজ না হওয়ায় লাঠি উঁচিয়ে তাড়া করেন তাঁরা। তারপরেই বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।