মাঠ খোঁড়া নিয়ে উত্তপ্ত জগদ্দলের রাজনীতি। আগামী ১২ মে জগদ্দল পেপার মিলের মাঠে প্রধানমন্ত্রীর সভা করার পরিকল্পনা করে BJP। কিন্তু বুধবার সাতসকালে দেখা যায় ওই মাঠ কেউ বা কারা ট্রাক্টর দিয়ে খুঁড়ে দিয়েছে। BJP-র অভিযোগ, তৃণমূল এই কাজ করেছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আগামী ১২ তারিখ অর্থাৎ রবিবার জগদ্দল পেপার মিলের মাঠে সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। কিন্তু সভার আগেই ওই মাঠ খুঁড়ে দেওয়ায় রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। এবিষয়ে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম জানিয়েছেন, ওই মাঠে ময়লা জমে ছিল। সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে। এবং ট্রেনিং গ্রাউন্ড হিসেবে তৈরি করা হচ্ছে।
বিধায়ক আরও জানিয়েছেন, সেনাবাহিনী চাকরির জন্য যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা আবেদন করেছিলেন মাঠটি পরিষ্কার করার জন্য। কারণ এই মাঠে তাঁদের দৌড়াতে সমস্যা হচ্ছে। সেকারণে সৌন্দার্যায়নের কাজ চলছে।
এদিকে BJP-র অভিযোগ,তৃণমূল নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছে। রাজনৈতিকভাবে না লড়তে পেরে একাজ করছে তৃণমূল।