চতুর্থ দফার নির্বাচন হাইভোল্টেজ কেন্দ্র কৃষ্ণনগরে। এবারেও তৃণমূলের হয়ে লড়ছেন মহুয়া মৈত্র। গত কয়েকদিন কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে হাজার হাজার মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন মহুয়া। এবার দুই কর্মীর জন্য বুথে ছুটলেন তৃণমূল প্রার্থী৷ নদিয়ার ওই দুই কর্মীর বাবা মারা গিয়েছেন ১২ বছর আগে, তিন দিন আগে হারিয়েছেন মাকেও। তবু ভোটের দিন সকাল থেকে তৃণমূলের বুথ আগলে ভোটের কাজ করে চলেছিলেন দুই ভাইই। তাঁদের পরনে এখনও কাছা।
Loksabha Election 2024: ভোটারকে চড় বিধায়কের, পাল্টা চড় খেতেই হামলা কর্মী-সমর্থকদের
এই খবর পেয়েই তাঁদের সঙ্গে দেখা করতে বেতাই কলেজ মোড়ে নাকাশিপাড়া ছুটে গেলেন মহুয়া। দুই কর্মীর কথায়, "দলকে ভালবাসি। রাজ্যের সব প্রকল্প সুবিধা পাই। প্রার্থী ভালো। ওনাকে অন্যায়ভাবে সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে।" এদিন সকাল থেকেই নানা জায়গায় টহল দিচ্ছেন মহুয়া। কখনও গাড়ি, কখনও কর্মীদের বাইকে পাহাড়া জারি তৃণমূল নেত্রীর।