প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গলায় কাস্তে হাতুড়ির উত্তরীয়। পাশে দাঁড়িয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বঙ্গের ভোট আবহে জোটের এই ‘মজবুত’ ছবি মুর্শিদাবাদে। বন্ধু অধীরকে নিয়েই বৃহস্পতিবার লোকসভার মনোনয়ন জমা দিলেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী।
প্রথমে পরীক্ষা দেবেন সেলিম, তারপর পালা অধীরের। ৭ মে ভোট মুর্শিদাবাদে, তার পরের দফায় ১৩ মে বহরমপুরে ভোট। নাম ঘোষণার পর থেকেই অধীর-সেলিম ইক্যুয়েশন নিয়ে আশাবাদী বাম কংগ্রেস। অধীর চৌধুরী জানিয়েছিলেন, একসঙ্গে লড়বেন তাঁরা। কথা রাখলেন অধীর রঞ্জন।
বৃহস্পতিবার মহম্মদ সেলিমের মনোনয়ন জমার নির্ধারিত কর্মসূচিতে উপস্থিত থাকলেন অধীর। হাত, হাতুড়ির পতাকা নিয়ে বিরাট মিছিল এগোল ইতিহাসের শহর মুর্শিদাবাদে। অধীর, সেলিমের সঙ্গে হাতে হাত রেখে মিছিলের প্রথম সারিতে দেখা গেল মীনাক্ষীকেও।