ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি-র নথি জমা দেওয়ার অভিযোগ তুলল আম আদমি পার্টি। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আপ। সেখানে হিরণের প্রার্থীপদ বাতিলেরও আবেদন জানানো হয়েছে।
কী অভিযোগ?
নির্বাচন কমিশনকে জমা দেওয়া হলফনামায় অভিনেতা হিরণ উল্লেখ করেছেন তিনি খড়গপুর IIT থেকে গবেষণা করছেন। কিন্তু আপের অভিযোগ, শিক্ষাগত যোগ্যতা নিয়ে হিরণ যে দাবি করেছেন তা ভুয়ো।
Read More- BJP-কর্মী খুনের ঘটনার জেরে রণক্ষেত্র পরিস্থিতি নন্দীগ্রামে, পুলিশের লাঠিচার্জ!
কেন এই অভিযোগ?
তথ্য জানার অধিকার আইনে খড়গপুর IIT কর্তৃপক্ষের কাছে হিরণের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জানতে চেয়েছিল আম আদমি পার্টি। আপের দাবি, খড়গপুরের IIT-র তরফে জানানো হয়েছে গেরুয়া শিবিরের প্রার্থী হিরণ কোনও গবেষণা করছেন না।
হিরণের বক্তব্য-
বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে হিরণ জানিয়েছেন, আপের তরফে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এর পিছনে তৃণমূলেরও হাত রয়েছে বলে পালটা অভিযোগ করেছেন তিনি। এমনকি পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।