পুজো শুরু হতে আর কটা দিন দেরি থাকলেও, লেকটাউনের শ্রীভূমিতে পুজো কার্যত পুরোদমেই শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার শ্রীভূমি স্পর্টিং ক্লাবের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজোর এবারের থিম প্যারিসের ডিজনি ল্যান্ড। শ্রীভূমির পুজো এবার পা দিচ্ছে ৫১ বছরে। এছাড়াও এই পুজোর অন্যতম আকর্ষণ লেজার লাইট।
ইতিমধ্যেই মণ্ডপে এসেছে প্রতিমা। মণ্ডপ সজ্জার কাজও প্রায় হয়েই এসেছে। মহালয়া থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে ‘ডিজনি ল্যান্ডের’ দরজা। শ্রীভূমি স্পোর্টিংয়ের অন্যতম উদ্যোক্তা সুজিত বসু।
চলুন পুজোর আগেই এডিটরজি বাংলার সঙ্গে ঘুরে দেখুন শ্রীভূমির মণ্ডপ। গোলাপি আলোয় সেজে উঠেছে প্রতিটা কোনা। কিন্তু চমকের এখানেই শেষ নয়। এবার শ্রীভূমিতে (Sreebhumi) আসবেন ব্রাজিলীয় তারকা রোনালডিনহো (Ronaldinho), আসবেন বিদ্যা বালানও।