শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন। রাত পোহালেই মহালয়া। এদিনেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয় দেবীপক্ষের। এইদিনে পূর্বপুরুষদের শান্তি কামনায় তর্পণের রীতি রয়েছে। কেন মহালয়া শুরু হয়েছিল? এই নিয়ে নানা কাহিনী কথিত আছে।
Durga Puja- Phuchka Theme: বাঙালির আবেগ ফুচকা দিয়েই এবারের দুর্গা পুজোর মণ্ডপ
পুরাণ মতে- ব্রহ্মার বর লাভ করে মহিষাসুর হয়ে উঠেছিলেন অমর। কেবল নারীশক্তির হাতেই তাঁর মৃত্যু হতে পারে। অসুরদের অত্যাচারে দেবতারা যখন অতিষ্ঠ, তখনই ত্রিশক্তি ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর নারীশক্তি দেবী দুর্গার সৃষ্টি করেন ,তাঁর হাতেই বধ হয় মহিষাসুর।
আরও কথিত রয়েছে , দেবরাজ ইন্দ্রকে ১৬ দিনের জন্য মর্তে গিয়ে তর্পণ করতে পাঠান যমরাজ। এই সময়কেই বলা হয় পিতৃপক্ষ। রামায়ণ অনুসারে , অকালে কোনও পুজো করলে ইষ্টদেবতা এবং প্রয়াত পিতা মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পণ করতে হয়। শ্রীরামচন্দ্র দেবী দুর্গার অকালবোধন করেছিলেন। মহালয়ার দিন তর্পন করেছিলেন রামচন্দ্র সেই থেকে এই রীতি চলে আসছে।