Durga Puja: অস্ত্র নয়, দেবীর হাতে বই! লিটল ম্যাগাজিনের ভাণ্ডারিকে শ্রদ্ধা জানাল সন্তোষপুরের পুজো

Updated : Oct 23, 2023 16:44
|
Editorji News Desk

শহর, শহরতলি জুড়ে হাজারো থিমপুজোর ভিড়ে একদম অন্যরকম দূর্গোৎসবের আয়োজন সন্তোষপুর সার্ভে পার্কের নীলপুকুরের মণ্ডপে। পুজোমণ্ডপ তৈরি হয়েছে গ্রন্থাগারের আদলে। দেবীমূর্তির হাতে কোনও অস্ত্র নেই৷ পরিবর্তে তাঁর আটটি হাতে রয়েছে হরেক রকমের লিটল ম্যাগাজিন৷ দু'টি হাতে ত্রিশূলের পরিবর্তে রয়েছে কলম। দেবী বধ করছেন যে অসুরকে, তার শরীরে বিভিন্ন সোস্যাল মিডিয়ার লোগো।

 উদ্যোক্তাদের বার্তা স্পষ্ট, যেমন করে সোস্যাল মিডিয়া দখল করছে আমাদের ব্যক্তিগত পরিসর, কমিয়ে দিচ্ছে বই পড়ার অভ্যাস, তার বিরুদ্ধে সরব স্বয়ং দেবী দুর্গা। সেই সঙ্গে এই পুজো শ্রদ্ধা জানাচ্ছে সদ্যপ্রয়াত সন্দীপ দত্তকে, যিনি ছিলেন কলকাতার লিটল ম্যাগাজিন গ্রন্থাগারের কর্ণধার। বুকে জড়িয়ে আগলে রাখতেন ছোট পত্রিকাদের।

লাইব্রেরির আদলে তৈরি মণ্ডপে ঢুকেই দু'পাশে সারি সারি লিটল ম্যাগাজিন। একটু এগোলেই গ্রন্থাগারের পড়ার ঘরে। সেখানে টেবিলে বসে আছেন এক সৌম্যদর্শন ব্যক্তি। তিনিই সন্দীপ দত্ত, যাঁর নিরলস প্রচেষ্টায় তৈরি হয়েছিল লিটল ম্যাগাজিন লাইব্রেরি এবং গবেষণা কেন্দ্র, এই বছরের শুরুতেই প্রয়াত হয়েছেন তিনি। 

Durga Puja 2023: অষ্টমী নয়, নবমীতে মহাসমারোহে কুমারী পুজো, টোটোয় চেপে মন্ডপে ৭ বছরের 'দুর্গা'

দেবীমূর্তির পিছনে একটি আশ্চর্য বলয় তৈরি করেছে বাংলা বর্ণমালা। মণ্ডপের ছাদ সেজে উঠেছে হরেক রকমের  বর্ণের লিটল ম্যাগে। দেবীর সন্তানদের হাতেও লিটল ম্যাগ, ঠিক যেন ছোট পত্রিকার উদ্যমী তরুণ তরুণীদের মতো তাঁরাও পাঠকের দরবারে নিজেদের সৃষ্টি পৌঁছে দিতে সচেষ্ট।

Durga Puja

Recommended For You

editorji | দুর্গাপুজো ২০২৩

CM Mamata Banerjee: পুজো কার্নিভালের মঞ্চে 'দোল দোল দোল', বৈঠা নিয়ে নাচে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

editorji | দুর্গাপুজো ২০২৩

Durga Puja Carnival : পুজো কার্নিভালে উদ্বোধনী নৃত্যে ডোনা, গান লিখেছেন মুখ্যমন্ত্রী

editorji | দুর্গাপুজো ২০২৩

Trinayani Durga Puja: বেদীতে দেবী দুর্গা, থিমে অপু দুর্গা, নিউজার্সির 'ত্রিনয়নী'র থিম 'পথের পাঁচালী'

editorji | দুর্গাপুজো ২০২৩

Durga Puja Carnival 2023: ১০০ ঠাকুর, রেড রোডের কার্নিভালে ফিরছেন মুখ্যমন্ত্রী, বদলাচ্ছে মঞ্চের নকশা

editorji | দুর্গাপুজো ২০২৩

Yash-Nusrat : যশ-নুসরতের বিজয়া দশমী, ছন্দে ছন্দে আগামীর শুভেচ্ছা যুগলের