কলকাতা এখন পুরো দুর্গাপুজো মোডে চলে গিয়েছে । প্রথমা থেকেই হয়তো প্যান্ডেল হপিং শুরু হয়ে যাবে বাঙালির । এখন তো আবার সোশ্যাল মিডিয়ার দৌলতে অর্ধেক মন্ডপের ছবি আগের থেকেই ভাইরাল হয়ে যায় । এই যেমন সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় মনে হয় সবথেকে বেশি ট্রেন্ড করছে ও ভাইরাল হয়েছে কল্যাণী লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেল । কিন্তু কেন, কী বিশেষত্ব রয়েছে এবার তাঁদের থিমে ? জানা গিয়েছে, সবথেকে উঁচু পুজো মন্ডপ নাকি হয়েছে কল্যাণীর আইটিআই মোড়ে । আর সবথেকে বেশি নজর কেড়েছে মন্ডপের আলোকসজ্জা ।
কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মন্ডপটি আসলে চিনের ম্যাকাওয়ের গ্র্যান্ড হোটেল ক্যাসিনো লিসবোয়ার আদলে তৈরি করা হয়েছে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মন্ডপের কিছু ছবি । মন্ডপের বাইরে হোক বা ভিতর...চোখ ধাঁধানো আলোক সজ্জা, কাঁচের উপর সূক্ষ্ম কারুকাজ তাক লাগাবে । ক্যাসিনো-র মধ্যে চার ছেলে মেয়ে নিয়ে মা দুর্গার অধিষ্ঠান । প্রতিমার সাজ যেমন স্নিগ্ধ, তেমনই রাজকীয় যেন ।
মহালয়ার আগেই এই মন্ডপের উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মহালয়ার পর থেকে জনসাধারণের জন্যও খুলে দেওয়া হয়েছে । ইতিমধ্যেই এই মণ্ডপটি চাক্ষুষ করার জন্য ভিড় জমাতে শুরু করেছেন অসংখ্য মানুষ।