‘শহরে হঠাৎ আলো চলাচল’, আর কিছু ঘণ্টার অপেক্ষা তারপরেই মহালয়া। কাউন্টডাউন শুরু বাঙালির আবেগ, ঐতিহ্য, মন কেমনের শারদীয়ার। এই কটা দিন চেনা শহরে কে যেন আলো আলো রঙ ছড়িয়ে দিয়ে যায়। পথ-ঘাটে থিক থিক করে ভিড়। এখন একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছে তিলোত্তমার থিম পুজো।
কলকাতার নামকরা বারোয়াড়িগুলির মধ্যে অন্যতম হাজরা পার্ক সর্বজনীন। এবার এই পুজোর আকর্ষণ ‘তিন চাকার গল্প’। অটো ছাড়া তিলোত্তমবাসী কার্যত অচল। এই মণ্ডপে সেই গল্পই ফুটে উঠবে। কলকাতায় অটো আছে বলেই এত মানুষ চলে ফিরে বেড়াচ্ছে। এবারে হাজরা পার্ক সর্বজনীনের পুজোর থিমে তাই হিরো ‘অটোওয়ালা’রাই।
Sriparna Roy: টলিপাড়ায় বিয়ের সানাই, গাঁটছড়া বাঁধতে চলেছেন 'গাঁটছড়া'র রুক্মিণী, কবে শুভ কাজ?
মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে অটোর নানান অংশ , আলো, চাকা, টিন, প্লাইউড। মণ্ডপের ভিতরে লাইন দিয়ে দাঁড় করানো থাকবে মোট ১২ টি অটো। সারাদিন একই রুটে ঘুরে ঘুরে তাঁদের স্বপ্ন , শখ , আহ্লাদের খোঁজ নেয় কারা? এসবই ফুটে উঠবে মণ্ডপ সজ্জায়।