বাংলা সাহিত্যের চিরকালীন সৃষ্টি সুকুমার রায়ের (Sukumar Ray) 'আবোল-তাবোল'। এই বইটির অন্তত কিছুটাও পড়েননি, এমন শিক্ষিত বাঙালি বিরল। চলতি বছরে শতবর্ষ পূরণ করল বাংলা ভাষার এই ক্ল্যাসিকটি। এবার পুজোতেও (Durga Puja 2023) তাই 'আবোল তাবোল'! সুকুমার রায় ও তথা তাঁর অমর সৃষ্টিকে কুর্নিশ জানাতেই হাতিবাগান নবীন পল্লীর (Hatibagan Nabin Pally) এবারের থিম। হাতিবাগানের নবীন পল্লী ৯০ বছরে পদার্পণ করছে এই বছর। সেই নব্বইতেই তারা স্মরণ করছে শতবর্ষকে! শুধু 'আবোল তাবোল'-এরই তো নয়। এই বছরটা যে তার স্রষ্টার প্রয়াণেরও শতবর্ষ!
আরও পড়ুন: ক্যাসিনোয় সপরিবারে মা দুর্গা ! উচ্চতায়, আলোর সাজে তাক লাগাচ্ছে কল্যাণী ITI মোড়ের পুজো
সুকুমার রায় দেখে যেতে পারেননি 'আবোল তাবোল'-এর গ্রন্থপ্রকাশ। তার ঠিক দশ দিন আগে, ৯ সেপ্টেম্বর প্রয়াত হন তিনি। গত একশো বছরে আবোল তাবোল বাংলা কবিতার এক অত্যাশ্চর্য অপ্রতিদ্বন্দ্বী অস্তিত্ব। তার শিল্পিত, চমকপ্রদ খেপামির দীপ্তি বঙ্গজীবনের, বঙ্গসমাজমানসের শিরাধমনী জুড়ে বহমান। সুকুমার রায়ের গরিমা বহুস্তরিক। 'আবোল তাবোল'-এর'ও আসলে তাই। নানা সময়ে, নানা পাঠে, নতুন নতুন পরিস্থিতিতে মশকরার আস্তরণ ভেদ করে দ্বিতীয় এক মাত্রা নিয়ে আবির্ভূত হয়।