দ্বিতীয়াতেই পুজোর সুর বেঁধে দিল লেকটাউনের শ্রীভূমি। প্রতিপদেই খুলে দেওয়া হয়েছিল মণ্ডপ। দ্বিতীয়ায় সূর্য ডুবতেই পুজোর প্রথম রবিবারেই ভিড়ে ঠাসা হয়ে উঠল মণ্ডপ। সন্ধ্যে যত গড়িয়েছে ভিড় তত বাড়ছে বলেই খবর মিলেছে।
এবার ডিজনিল্যান্ডের থিমেই সেজে উঠছে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর এই ঠাকুর। ইতিমধ্যেই মাকে মুড়ে দেওয়া হয়েছে হিরে আর সোনার গয়নাতে। এই পুজো দেখে গিয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এই পুজো দেখতে আসবেন ব্রাজিলের বিশ্বজয়ী তাকরা রোনাল্ডিনহো।
আরও পড়ুন : পটচিত্রে দেবী দুর্গা, বয়েসের ভারেও থেমে থাকে না কৃষ্ণনগরের শিল্পী রেবা দেবীর তুলি
প্রতিবারের মতো এবারও আলো খেলায় মেতেছে লেকটাউনের এই ক্লাব। রাত বাড়ার সঙ্গে কলকাতার অন্য মণ্ডপেও ভিড় বাড়ছে বলেও খবর পাওয়া গিয়েছে।