কৈলাস থেকে দুর্গার সমতলে আসার সময় হল। তবে এই বাংলার বুক থেকে অনেকটা দূরে সুদূর গ্লাসগোয় পাড়ি দুর্গার। আজ থেকে না, ৪৩ বছর ধরে গ্লাসগোর এক চার্চে হয়ে আসছে দুর্গার আরাধনা।
চার্চে দুর্গা পুজো? শুনেছেন কখনও? হ্যাঁ গ্লাসগোয় সপ্তদশ শতকে তৈরি এক গির্জাতেই প্রায় আধ শতক ধরে হচ্ছে দুর্গা-আরাধনা।
Durga Puja 2023: পুজো উপলক্ষ্যে বিশেষ আয়োজন IRCTC-র, ট্রেনে বসেই মিলবে বাঙালি খাবারের স্বাদ
গ্লাসগোর বাঙালিরা মিলে তৈরি করেছেন বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদ। ভাইরাল হয়েছে গির্জায় দুর্গোৎসবের ছবি। হঠাৎ দেখলে মনে হবে বুঝি থিমের পুজো! কিন্তু না। বাংলার ঘরের মেয়ে উমার আরাধনা হচ্ছে একেবারে বিদেশ বিভূঁইতে, তাও একেবারে পশ্চিমী ধর্মস্থানেই। সম্প্রীতির এমন ছবি নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।