যেও না নবমী নিশি। উৎসবের শেষ রাতে বৃষ্টি উপেক্ষা করেই ঢল নামল দক্ষিণ কলকাতার পুজো মন্ডপগুলিতে। দুর্গাপুজোর প্রত্যেক রাতই হয় স্পেশাল। নবমী মানেই পুজোর শেষ লগ্ন। সকাল থেকেই এদিন শহরে প্যান্ডেল হপিংয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুরে বাদ সাধে মেঘলা আকাশ ও বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেই সন্ধে থেকে শহরের একাধিক মন্ডপে ভিড়ের সেই চেনা ছবি ধরা পড়ে।
দক্ষিণ কলকাতায় অন্য়তম পুজো ৬৬ পল্লীতে নবমীর সন্ধ্যায় ঢল নামে দর্শনার্থীদের। এবার ৬৬ পল্লীর থিম ছিল নারীশক্তির উন্মেষ। এই মন্ডপের থিম, মণ্ডপ সজ্জা, লাইটিং প্রতি বছরই নজর কাড়ে। এবারও কালীঘাট সংলগ্ন এই পুজোর প্রতিমা দর্শন করতে ভিড় জমান দর্শনার্থীরা।