প্যান্ডেল হপিংয়ে যাবেন, অথচ লিস্টে বড়িশা ক্লাব থাকবে না, সেরকমটা বোধহয় খুব কমই হয় । প্রতিবছরই থিমের ভাবনায় থাকে চমক, যা শহরবাসীকে আকর্ষণ করে । তাই, ভিড়ও হয় চোখে পড়ার মতো । এবার কেমন সেজেছে মণ্ডপ, কী থিম বড়িশা ক্লাবের ?
চলতি বছর দুর্গাপুজোয় ভাঙা-গড়ার খেলায় মেতেছে বড়িশা ক্লাব । আসলে, প্রকৃতিতে যেমন অনবরত ধ্বংস ও সৃষ্টির খেলা চলছে, মানুষও কিন্তু একইভাবে নিজেরই সৃষ্টিকে ভাঙছে, আবার গড়ছে । কিন্তু, সেই ধ্বংসের পরই তো প্রাণের বার্তা আসে, সৃষ্টি হয় নতুন পৃথিবী । সেই ভাবনাই মণ্ডপ সজ্জায় ধরা পড়েছে ।
মণ্ডপের সামনেই রয়েছে শিরচ্ছেদ হওয়া বুদ্ধ মূর্তি । মানুষের আক্রোশ যে কতটা ভয়াবহ, সব যে ধ্বংস করে দিতে পারে, সেটা বোঝানোর জন্যই বুদ্ধ মূর্তিটি রাখা হয়েছে । তবে, শুধু ভাঙা নয়, গড়ার ছবিও রয়েছে মণ্ডপজুড়ে । যা আমাদের ভাঙার দিকে, অর্থাৎ ভাঙনের দিকে নিয়ে যায়, সেখান থেকে গড়ার দিক, অর্থাৎ প্রাণের দিকেই তো ফেরার কথা বলে দুর্গাপুজো । দুর্গা মূর্তিতেও সেই বার্তাই দিয়েছেন উদ্যোক্তারা ।