দুর্গাপুজো (Durga Puja 2023 ) মুডে কলকাতা (Kolkata) । এবার মহালয়ার আগেই ভার্চুয়ালি ৮০০ পুজোর উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তর থেকে দক্ষিণ...সর্বত্র থিম পুজোর ভিড় । পিছিয়ে নেই পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি (Pathuriaghata Sorbojonin Durgatsov Committee) । এবছর অভিনব থিমে নজর কাড়ছে তাদের মন্ডপ । এবার তাদের থিম 'ঋতুমতী, এসো পূর্ণ কর' । পিরিয়ড নিয়ে সমাজের প্রচলিত ধ্যান ধারণা ও ট্যাবু ভাঙতেই বিশেষ উদ্যোগ নিয়েছে এই পুজো কমিটি ।
ঋতুচক্র । এই একটা শব্দেই লুকিয়ে আছে একাধিক অর্থ । ঋতুচক্রের মধ্য দিয়েই একটা নারী মাতৃত্বের স্বাদ পান । নতুন প্রাণের সঞ্চার ঘটে । সমাজকে এগিয়ে নিয়ে যান নারীরা । কিন্তু, মাসের চার-পাঁচটা দিন নানা নিয়মের মধ্যে মেয়েদের বেঁধে রাখে এই সমাজ । তথাকথিত উন্নত সমাজ । এই সময় মেয়েরা পুজো করতে পারেন না, এইসময় রান্নাঘরে ঢোকার আগে মানতে হয় বেশ কিছু নিয়ম ।
আরও পড়ুন, Sreebhumi Sporting Club: শ্রীভূমিতে কিন্তু পুজো শুরু, চলুন ঢুঁ মেরে আসা যাক 'ডিজনিল্যান্ড' থেকে
সমাজ এগোলেও ধ্যানধারণা চিন্তাধারা সেই একই জায়গায় রয়েছে । বর্তমানে স্যানিটারি ন্যাপকিন বিলিয়ে সচেতনতা চালানো হলেও, এখনও মেয়েরা পিরিয়ড নিয়ে মন খুলে আলোচনা করতে পারেন না । নিজেরাই মেনে চলেন ঋতুচক্রকালীন কিছু কুসংস্কার । সমাজে ঋতুচক্র বা পিরিয়ড নিয়ে সেইসব প্রচলিত ধ্যান ধারণা ও ট্যাবু নিয়েই প্রশ্ন তুলেছে উত্তরের পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর পুজো । তাঁদের বার্তা এই ট্যাবু, কুসংস্কার থেকে মুক্তো হোক সমাজ । প্রাণ খুলে শ্বাস নিক মেয়েরা । একজন মেয়ে থেকে নারী হয়ে ওঠার গল্প বলুক মন খুলে । সেই বার্তাই দিতে চাইছেন উদ্যোক্তারা ।
এবার ৮৪ তম বর্ষে পদার্পণ করেছে পাথুরিয়াঘাটা ৫-এর পল্লীর পুজো । থিমের সঙ্গে সামঞ্জস্য করেই মন্ডপ গড়ে তোলা হয়েছে । তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা গড়েছেন সনাতন পাল। আবহ সঙ্গীত তৈরি করেছেন ক্যাকটাস ব্যান্ডের গায়ক সিধু ।
আরও পড়ুন, Durga Puja 2023-Hazra: অটো ছাড়া অচল তিলোত্তমার পথঘাট, হাজরার এবারের থিম 'তিন চাকার গল্প'
মন্ডপের কোণায় কোণায় ঋতুচক্র নিয়ে ট্যাবু ভাঙার চেষ্টা করা হয়েছে । দেখানো হয়েছে, চারটে দিন কতটা যন্ত্রণা সহ্য করে একটা মেয়ে । আর এই মেয়েটাই ঋতুমতী বলে একসময়ে হয়ে ওঠে মা । সেই মা, নারী আবার দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে নিজের পরিচয় তৈরি করছে । সেইসবও দৃশ্যায়ণ করা হয়েছে মন্ডপে ।