ঘরে ফিরবেন উমা। বেলা গড়াতেই বাবুঘাটে দশমীর সেই বিষাদের ফ্রেমগুলো ফিরে এল। ছোট পুজো, বনেদি বাড়ির প্রতিমার নিরঞ্জন শুরু। প্রথা মেনে বাবুঘাটে চলছে সিঁদুর খেলা, প্রতিমা বরণও। শুরু হয়ে গেল নিরঞ্জনও।
কলকাতা ও হাওড়ার একাধিক ঘাটে নিরঞ্জনের প্রস্তুতি আগেই করে ফেলেছে প্রশাসন। বেলা ১২টার পর থেকে বাবুঘাটের দিকে যানচলাচলেও নিয়ন্ত্রণ করেছে কলকাতা পুলিশ। প্রত্যেক ঘাটে পুরসভার পক্ষ থেকে লম্বা ক্রেন রাখা হয়েছে। নিরঞ্জনের পরই যাতে প্রতিমা তুলে পাড়ে আনা যায়। এছাড়া লাইফ বোটও রাখা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। ঘাটগুলিতে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: দিল্লি থেকে দমদম, দশমীর দুপুরভর পাড়ায় মণ্ডপে সিঁদুর খেলার ঢল