মহালয়ার সন্ধ্যাতেই পুজো শুরু কলকাতায়। মা দুর্গার চক্ষুদান করেন চেতলার পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালে কলকাতার প্রায় সবকটি বড় পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকবার প্যান্ডেল ঘুরে পুজোর উদ্বোধন করেন, কিন্তু এবার পায়ের জন্য আর যাওয়া হল না।
পুজো উদ্বোধনের পাশাপাশি রাজ্যবাসীকে সতর্ক করে দিয়েছেন তিনি। তিনি জানান, কোনও প্ররোচনায় পা দেবেন না। পুজোর এই কটা দিন সবাই যেন শান্তিতে উদযাপন করেন।
সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই সময় কোনও বিদ্বেষ নয়। ধর্ম সব আপনার আপনার, উৎসব কিন্তু সবার। এই কথাটি মাথায় রেখে, সবাইকে নিয়ে চলুন এগিয়ে যাই।
আরও পড়ুন : গান লিখেছেন প্রধানমন্ত্রী, দেবীপক্ষের সকালে প্রকাশ্যে এল মিউজিক ভিডিয়ো
এদিনই ভার্চুয়ালে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার পুজো সংখ্যার উদ্বোধন করেন মমতা। অনুষ্ঠানে হাজির না থাকার জন্য আক্ষেপও করেন। রাজ্যের যুবসমাজকে নিজের বই আলোকবর্তিকা পড়ারও পরামর্শ দেন। এদিনই প্রকাশিত হয় মুখ্যমন্ত্রী পুজোর সিডি আলোও দাও।