করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট JN.1 সম্পর্কে বিশদ তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ মঙ্গলবার হু (WHO) জানিয়েছে, এই নতুন ভ্যারিয়েন্টি জনস্বাস্থ্যের জন্য খুব বিপজ্জনক নয়৷ এর আগে করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি BA.2.86 প্রজাতির অংশ হিসাবে চিহ্নিত হয়েছিল।
হু আরও বলেছে, করোনা প্রতিরোধে যে ভ্যাকসিনগুলি ব্যবহৃত হচ্ছে, সেগুলি এই নতুন ভ্যারিয়েন্ট-সহ কোভিড-১৯ ভাইরাসের সব প্রজাতির থেকে সৃষ্টি অসুস্থতা এবং প্রাণহানি ঠেকাতে কার্যকরী।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এই মাসের শুরুতে জানিয়েছিল, JN.1 সাব-ভ্যারিয়েন্টটি ডিসেম্বরের ৮ তারিখ পর্যন্ত হওয়া ১৫ থেকে ২৯ শতাংশ করোনা সংক্রমণের জন্য দায়ি। গত সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রথম JN.1-এর খোঁজ পাওয়া গিয়েছিল।