মৃত্যু রোধে কোভিড প্রোটোকলে (covid protocol) বদলের সম্ভাবনা রাজ্যে। এখন থেকে করোনা আক্রান্ত কো-মর্বিড রোগীদের সংশ্লিষ্ট ওয়ার্ডে রেখেই চিকিৎসার কথা ভাবা হচ্ছে। করোনা হলেও কিডনির রোগীর চিকিৎসা হবে নেফ্রোলজি বিভাগে। অন্য রোগ নিয়ে ভর্তি হয়া রোগীর করোনা হলে কোভিড ইউনিটে (covid unit) স্থানান্তর না করে সংশ্লিষ্ট বিভাগের একটি ওয়ার্ডে আইসোলেশনে রেখে চিকিৎসার পথে হাঁটতে চাইছে স্বাস্থ্য ভবন (health unit)।
মঙ্গলবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর উপস্থিতিতে কোভিড ডেথ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানেই কোভিড চিকিৎসার নতুন প্রোটোকল নিয়ে আলোচনা হয় বলে খবর। বুধবার এ সংক্রান্ত ডেথ কমিটির লিখিত পরামর্শ স্বাস্থ্য দফতরের কাছে প্রস্তাব আকারে জমা দেওয়ার কথা। এরপর প্রয়োজনীয় রূপরেখা তৈরি করে তা গাইডলাইন (covid guideline) আকারে প্রকাশ করবে স্বাস্থ্য ভবন।
একদিনে রাজ্যে আক্রান্ত ২,৭২৩ জন, উদ্বেগ বাড়াল উত্তর ২৪ পরগনা