রাজ্যে (West Bengal) করোনা (Coronavirus) সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করল রাজ্য সরকার। শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে মবান্ন।
রাজ্যের মুখ্য সচিবের জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত দু'টি ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার কথা বলা হয়েছে। বিবাহ সংক্রান্ত অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন উপস্থিত থাকতে পারবেন। যা আগের তুলনায় অনেকটাই বেশি। এছাড়া, খোলা জায়গায় কঠোরভাবে কোভিড বিধি মেনে মেলা আয়োজন করা যাবে।
আরও পড়ুন: ATK Mohun Bagan: আইএসএলে কোভিডের জের, স্থগিত এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি ম্যাচ
রাজ্য সরকার জানিয়েছে, এর বাইরে অন্য যা কিছু বিধিনিষেধ আগে থেকেই ছিল, সবই জারি থাকবে। মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।