West Bengal Covid-19 Update: রাজ্যে করোনাকে রুখতে অনেক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তার মধ্যে আবার কিছু শিথিলও করা হয়েছে। ফলে এই পরীক্ষা-নিরিখার মধ্যে অবশ্য কোনও ভাবেই বাগে আনা যাচ্ছে না করোনাকে (Coronavirus)। মাত্র দু’দিন আগেই রাজ্যের (West Bengal) দৈনিক সংক্রমণ নেমেছিল ১০ হাজারের নীচে। সবাই ভেবেছিল, যাক তবে স্বস্তি। কিন্তু মঙ্গলবারের পর বুধবারও রাজ্যের কোরনা গ্রাফ আবার উপরের দিকে উঠছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১১ হাজার ৪৪৭ জন। যা মঙ্গলবারের তুলনায় বেশ খানিকটা বেশি। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন। এর মধ্যে ১৪ জন মারা গিয়েছেন কলকাতাতেই। সুস্থতার হার ৯১.০৯ শতাংশ।
রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, জেলা ভিত্তিক দৈনিক সংক্রমণের তালিকায় সবার উপরে কলকাতাই। গত ২৪ ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত ২ হাজার ১৫৪ জন। দ্বিতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগণা। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৯৮ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,২৮, ৯৬১।
একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৫, ৪১৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৭, ৫৭, ০৬৬। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১৬.৯৮ শতাংশ।