সামান্য কমল রাজ্যের কোভিড সংক্রমণ (Covid Affection)। শুক্রবার রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ৪০০ জন। তবে বেড়েছে কোভিডে মৃতের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৫ জন। দৈনিক সংক্রমণের হার ৩.৬৫ শতাংশ।
রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মোট প্রাণ হারিয়েছেন ২১,৪৩৫ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৫৫৩ জন। সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। বর্তমানে রাজ্যে হোম আইসোলেশনে আছেন ৪,১৬১ জন। কোভিড নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৫১ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ১০,৯৭০ জন।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ১ লক্ষ ৪২ হাজার ৬ জন।