মঙ্গলবারও রাজ্যের কোভিডগ্রাফ যথেষ্ট স্বস্তিদায়ক। গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ২৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যুর (Covid Deaths) সংখ্যা শূন্য। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ।
রাজ্যে এপ্রিল মাস জুড়েই কোভিড সংক্রমণ(Covid Affection) নিম্নমুখী। নতুন করে আক্রান্তের সংখ্যা কমছে। তবে কোভিডবিধি মানার পরামর্শ দিচ্ছে প্রশাসন। এখনও পশ্চিমবঙ্গকে মাস্ক ফ্রি (Mask Free) ঘোষণা করা হয়নি। এর মধ্যে কোভিডের নয়া প্রজাতি XE নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র। বাংলায় গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা(Covid Test) করিয়েছেন ৯,০২৩ জন। সংক্রমণের হার ০.২৫ শতাংশ।
গত রবিবার থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কোভিডের প্রি-কশন ডোজ(Precaution Dose) দেওয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৯ লক্ষ ৪৬ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে।