করোনায় মার নেই। তাই রাজ্যে ফের ফিরছে মাস্ক। মঙ্গলবার নবান্ন থেকে জারি করা করোনা নির্দেশিকায় একথা জানাল রাজ্য। ভিড় এড়াতে এবারও পরামর্শ দেওয়া হয়েছে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বেশি করে সতর্ক হতে বলা হয়েছে। যেখানে ভিড় বেশি সেখানে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। সোমবারই নবান্নের বৈঠকে মাস্কের কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারই জারি করা হল নতুন করোনা নির্দেশিকা। আট দফার এই নির্দেশিকায় চিকিৎসকদের বেশি করে পরামর্শ নেওয়া কথাও জানানো হয়েছে।
গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ঠিক কত, তা অবশ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে করোান আক্রান্ত হয়ে দু জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় রিপোর্টে দাবি করা হয়েছিল, গত পয়লা বৈশাখের দিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫০০ জনের বেশি।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৩৩ জন। সব রাজ্যগুলিকেই সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।