রাজ্যে কোভিড (COVID 19) সংক্রমণ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুক্রবারের দৈনিক আক্রান্তের সংখ্যা ছাপিয়ে গেল বৃহস্পতিবারের রিপোর্টকে। এর জেরে বাড়ছে উদ্বেগ।
দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও আশার কথা যে, গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যুর খবর নেই। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.০৪ শতাংশ। শুক্রবার কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। বৃহস্পতিবার সংখ্যাটি ছিল ৬২১। উত্তর ২৪ পরগনায় শুক্রবার আক্রান্তের সংখ্যা ৪৪১, বৃহস্পতিবার সংখ্যাটি ছিল ৪৩৫। দক্ষিণ ২৪ পরগনায় শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ১৫৮, বৃহস্পতিবার সংখ্যাটি ছিল ১১৫। এছাড়া হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং বীরভূমে শুক্রবার আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬১, ৯, ৪১, ৭, ২০ এবং ৪৪। পূর্ব ও পশ্চিম বর্ধমানে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৫ ও ৪৬।
Thunder Strike:রথের দিন রাজ্যে বাজ পড়ে ৮ জনের মৃত্যু
রাজ্যে করোনায় এখনও পর্যন্ত ২১ হাজার ২১৯ জন মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮১১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৪.৭২ শতাংশ। সামগ্রিক সুস্থতার হার ৯৮.৫৫ শতাংশ।