বুধবারের তুলনায় সামান্য হলেও কমল সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় (Covid-19) আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ৬ জনের।
বাংলায় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা (Coronavirus) পরিস্থিতি। যদিও আগের তুলনায় পরিস্থিতি অনেকটাই ভালো। দৈনিক সংক্রমণে সবার আগে এখনও থাকছে রাজধানী কলকাতা (Kolkata), তারপরেই থাকছে উত্তর ২৪ পরগনা। মূলত এই দুই জেলাকে নিয়েই উদ্বেগ স্বাস্থ্য মহলের।
কলকাতায়(Kolkata) গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৮ জন, মারা গিয়েছেন ২ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা(North 24 PGS)৷ সেখানে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৮৮ জন। মারা গিয়েছেন ১ জন।