গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও ভয়াবহ চেহারা নিয়েছে করোনা সংক্রমণ (Coronavirus)। তবে বুধবারের পরিসংখ্যান নতুন করে আতঙ্ক ছড়াল।
সংক্রমণের হারে দেশের মধ্যে শীর্ষে পৌঁছল পশ্চিমবঙ্গ। বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলায় বর্তমানে সংক্রমণের হার ৩২.১৮ শতাংশ। বুধবার সন্ধ্যার রিপোর্ট অনুযায়ী তা ২ শতাংশ কমেছে। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে ২২.৩৯ এবং তৃতীয় স্থানে থাকা দিল্লিতে ২৩.১ শতাংশ। জেলাওয়াড়ি সংক্রমণের হারে দেশে শীর্ষে রয়েছে কলকাতা (Kolkata)।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘কোভিড জয় করেছি, ওমিক্রনও রুখে দেব,‘ প্রত্যয়ী মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রাজ্যবাসীর
কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে, দেশের মধ্যে দু’টি রাজ্যে এই মুহূর্তে সক্রিয় (অ্যাক্টিভ) কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ লক্ষের বেশি। মহারাষ্ট্র এবং কলকাতা।
গত একদিনে বঙ্গে করোনা সংক্রমণ আবারও বেড়েছে। তবে পজিটিভিটি রেট কমেছে প্রায় ২ শতাংশ। স্বাস্থ্য দফতরের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টা বাংলায় করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন, মৃত্যু হয়েছে ২৩ জনের, যা মঙ্গলবারের তুলনায় বেশি।
বুধবার করোনার নমুনা পরীক্ষায় রেকর্ড গড়েছে ডায়মন্ড হারবার (Diamond Harbour)। ৫০ হাজার নমুনা পরীক্ষা হয়েছে এই মহকুমায়। রাজ্যে সামগ্রিকভাবে পজিটিভিটি রেট ৩০.৮৬ শতাংশ।