সোমবারের তুলনায় মঙ্গলবার রাজ্যে একটু হলেও বাড়ল কোভিডের দৈনিক সংক্রমণ (Daily Covid Cases) । রাজ্যের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৫ জন । তবে মঙ্গলবারও রাজ্যে কোভিডে মৃত্যুর সংখ্যা (Covid Death) শূন্য । কোভিড থেকে সুস্থ (Recovery) হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৯ লাখ ৯৫ হাজার ৪১৬ জন ।
সংক্রমণের হার (Positivity Rate) কমে হয়েছে ০.৩১ শতাংশ । এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ২৭৮ জন । মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৯৭ জনের । গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ১৪,৩২৩ জন ।
আরও পড়ুন- Covid in India: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১২৫৯ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের
তবে সংক্রমণ নিম্নমুখী হলেও করোনা মোকাবিলায় টিকাকরণের(Vaccination) ওপরে জোর দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলেও সাবধানে থাকার বার্তাই দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্যানিটাইজার(Sanitizer) এবং মাস্ক(Mask) ব্যবহারের পরামর্শ দিয়েছেন তাঁরা।