একধাক্কায় অনেকটাই কমল রাজ্যের দৈনিক কোভিড (Covid 19) গ্রাফ। কমল দৈনিক সংক্রমিত এবং মৃতের সংখ্যা। পজিটিভিটি রেট কমল অনেকটাই।
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮১ জন। যা শুক্রবারের তুলনায় অনেকটাই কম। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৪৬ জন। তার ঠিক পরেই রয়েছে কলকাতা। সেখানে একদিনে ৩৮ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন- India Covid Update : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২২,২৭০, মৃত ৩২৫
এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ১৩ হাজার ৭৫ জন কোভিড আক্রান্ত হয়েছেন। পজিটিভিটি রেট (Positivity Rate) কমে দাঁড়িয়েছে ০.৭৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায়(Coronavirus) প্রাণহানির সংখ্যাও বেশ কিছুটা কমেছে। মৃত্যু হয়েছে ১২ জনের।